Skip to content
ফের আক্রান্ত সাংবাদিক

ফের আক্রান্ত সাংবাদিক

যখন হাসপাতালে সাংবাদিকদের প্রবেশ নিষেধ। ঠিক তখনই হাসপাতাল আউটডোরে অবাধ যাতায়াত মেডিক্যাল রিপ্রেজেনটেটিভ দের। খবর করতে গিয়ে হাসপাতালের নিরাপত্তা কর্মীদের হাতে আক্রান্ত সংবাদ মাধ্যমের কর্মী। ঘটনায় তুমুল উত্তেজনা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে।

সরকারী হাসপাতালে মেডিক্যাল রিপ্রেজেনটেটিভদের প্রবেশ সব সময়ের জন্য নিষিদ্ধ । তা সত্ত্বেও জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের স্কিন বিভাগের আউটডোরে চিকিৎসক যখন রোগী দেখেছিলেন ঠিক সেই সময় দুজন মেডিক্যাল রিপ্রেজেনটেটিভ ঢুকে পড়েন চিকিৎসকে ঘরে।

আর রোগীর লম্বা লাইন ফেলে দিয়ে রিপ্রেজেনটেটিভ দের সাথে গল্পে মত্ত হয়ে যান চিকিৎসক।সেই ছবি তুলতে গেলে সিকিউরিটি গার্ডকে লেলিয়ে দেন চিকিৎসক বলে অভিযোগ। এরপর সিকিউরিটি গার্ড সাংবাদিককে মেরে তার ডান হাত ফাটিয়ে দেয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোতোয়ালি থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় জরুরি বিভাগে। এরপর সেখানে তার চিকিৎসা হয়।

ঘটনায় সিকিউরিটি গার্ডের বিরুদ্ধে স্বাস্থ্য দফতরের কাছে অভিজোগ জানান জলপাইগুড়ি জেলার সংবাদমাধ্যমের কর্মীরা ।

তবে এদিন তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্কিন স্পেশালিষ্ট ডাক্তার শুভম চ্যাটার্জী। তিনি বলেন তার কাছে রিপ্রেজেনটেটিভ এসেছিল। তিনি তাদের চলে যেতে বলেন। আর রোগীদের লম্বা লাইন তার ডিপার্টমেন্ট এর নয় বলে জানান তিনি।

ঘটনায় হাসপাতাল সুপার ডাক্তার গয়ারাম নস্কর জানিয়েছেন ওই সিকিউরিটি গার্ডকে আপাতত সোকজ করা হয়েছে পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করা হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে।

Leave a Reply

error: Content is protected !!