Reported By : Binay Roy
১ লা জুলাই, শনিবার, দিন কয়েক পরেই পঞ্চায়েত নির্বাচন আর এরই মধ্যে ফের উত্তপ্ত হ'ল মুর্শিদাবাদের বেলডাঙা। শনিবার রাতে বেলডাঙার ভাবতা মাঝ পাড়ায় এক মহিলা জোট প্রার্থী ও কংগ্রেস প্রার্থীর স্ত্রীকে বেধড়ক মারধোর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা বলে অভিযোগ। আহতরা বর্তমানে চিকিৎসাধীন বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। আক্রান্তদের অভিযোগ- এদিন রাতে কংগ্রেসের জনা কয়েক মহিলা কর্মী ওই এলাকায় বাড়ি বাড়ি প্রচার সেরে বাড়ি ফিরছিলেন। রাস্তায় হঠাৎই তাদের ঘিরে ধরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে তৃণমূল দলের গুন্ডা বাহিনী। এরপর তাদের লাঠি ও লোহার রড দিয়ে বেধড়ক মারধোর করা হয়। ঘটনায় গুরুতর ভাবে আহত হন ভাবতা অঞ্চলের ১৫৩ নম্বর বুথের কংগ্রেস প্রার্থীর স্ত্রী রূপা পারভীন সহ বেশ কয়েকজন কংগ্রেস কর্মী। ঘটনার পর আহতদের প্রথমত নিয়ে যাওয়া হয় বেলডাঙা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। পরে সেখান থেকে তাদের স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনায় বেলডাঙা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বেলডাঙা থানায়। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।