Reported By : News Desk
১০ ই ডিসেম্বর, শনিবার, বহরমপুর বাসস্ট্যান্ডে গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে ৩৫০ বোতল ফেন্সিডিল সহ ৩ জন ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, অন্যত্র পাচারের উদ্দেশ্যে প্রচুর পরিমাণ বেআইনি কফ সিরাপ সহ ওই ৩ জনকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, শনিবার দুপুরে বহরমপুর মোহনা বাসস্ট্যান্ডে একটি সরকারি বাসে তল্লাশি চালানো হয়। এরপর ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় ৩৫০ বোতল ফেন্সিডিল। ধৃতদের গ্রেফতার করার পর প্রথমত তাদের নিয়ে যাওয়া হয় বহরমপুর থানায়। কী উদ্দেশ্যে, কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এতো পরিমাণ ফেন্সিডিল সম্পূর্ণ বিষয় জানা যাবে জিজ্ঞাসাদের পরে বলে জানিয়েছে বহরমপুর থানার পুলিশ।