Reported By : Binay Roy
১৪ ই জানুয়ারি, শনিবার, বহরমপুরে ফের পঞ্চম শ্রেণীতে ভর্তির দাবিতে স্কুলের সামনে ও রাস্তায় বসে বিক্ষোভ। শনিবার সকালে বহরমপুরের ইন্দ্রপ্রস্থ এলাকায় জে এন একাডেমী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্ররা পঞ্চম শ্রেণীতে ভর্তির দাবিতে স্কুলের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখায়। ছাত্রদের দাবি, যারা শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ওই স্কুলে পড়াশোনা করেছে তাদের প্রত্যেককে পঞ্চম শ্রেণীতে ভর্তি নিতে হবে। ইতিমধ্যে প্রায় ১২০ জন ছাত্রকে ভর্তি নেওয়া হলেও প্রায় ৫০ জন ছাত্র এখনো ভর্তি হতে পারেনি। ভর্তির দাবিতে স্কুলের সামনে এবং প্রধান শিক্ষকের ঘরের সামনে বসে বিক্ষোভ দেখায় ওই ছাত্ররা। যদিও স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, তাদের আসন সংখ্যা সীমিত সেই কারণে সমস্ত ছাত্রকে ভর্তি নেওয়া যাচ্ছে না।