Reported By : Binay Roy
৯ ই জানুয়ারি, সোমবার, বহরমপুরের কুঞ্জঘাটা এলাকায় তৃণমূল কর্মীর বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালানোর পাশাপাশি চালানো হয়েছে গুলি। তৃণমূল কর্মীকে বাড়িতে না পেয়ে তাকে খুনের ধমকি দিয়ে যায় তৃণমূল আশ্রিত জনাকয়েক দুষ্কৃতি বলে। রবিবার রাতে বহরমপুরের কুঞ্জঘাটা এলাকার এই ঘটনায় ফের প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। অন্যদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে বহরমপুর থানার পাশাপাশি বহরমপুর পৌরসভার চেয়ারম্যানকেও বিষয়টি জানানো হয়েছে আক্রান্ত পরিবারের তরফ থেকে। তবে ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে দাবি আক্রান্ত পরিবার সদস্যদের। উপরন্তু ওই দুষ্কৃতি হামলার অভিযোগ জানানোর পর আক্রান্ত পরিবারের তৃণমূল কর্মী মুক্তি হালদারকেই বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। অন্যদিকে বহরমপুর টাউন তৃণমূল সভাপতিকে বিষয়টি জানতে চাওয়া হলে তিনি সরাসরি জানিয়েছেন, আক্রান্ত মুক্তি হালদার তাদের দলের কোনো কর্মীই নন। সব মিলিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল দলের গোষ্ঠীদ্বন্দ্বে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে বহরমপুর শহরের কুঞ্জঘাটা এলাকা।