Skip to content
ফের বহরমপুরে পথ দুর্ঘটনা, মৃত এক স্কুল শিক্ষিকা, আহত একাধিক

ফের বহরমপুরে পথ দুর্ঘটনা, মৃত এক স্কুল শিক্ষিকা, আহত একাধিক

Reported By:- Binoy Roy

বৃহস্পতিবার সকালে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুল শিক্ষিকার এবং আহত হয়েছেন কমপক্ষে আরও ছ'জন। ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার কান্দি-বহরমপুর রাজ্য সড়কের উপর কলাবাগান এলাকাতে। পুলিশ সূত্রে জানা গেছে -মৃত ওই স্কুল শিক্ষিকার নাম জ্যোৎস্না ইয়াসমিন (৪৫) । তিনি উদয়চাঁদপুর হাই স্কুলের দর্শনের বিষয়ের শিক্ষিকা ছিলেন। গুরুতর আহত ছ'জনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতদের মধ্যেও একাধিক স্কুল শিক্ষক-শিক্ষিকা রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয় সূত্র জানা গেছে -আজ সকাল দশটা নাগাদ একটি অটো গাড়ি বহরমপুর থেকে কান্দির দিকে যাচ্ছিল এবং সেই সময় উল্টো দিক থেকে একটি বালি বোঝাই লরি আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় অটো গাড়িতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারাই তাদেরকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জ্যোৎস্না ইয়াসমিনকে মৃত বলে ঘোষণা করা হয়। আহত ব্যক্তিদের মধ্যে দু'জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

Leave a Reply

error: Content is protected !!