Reported By : Masud Rana
১ লা ফেব্রুয়ারি, বুধবার, ঝাড়খন্ড রাজ্যের গুড্ডা এলাকায় ভিন রাজ্যে কাজে গিয়ে ফের মৃত্যু হল পরিযায়ী শ্রমিকের। স্থানীয় সূত্রে জানা যায়, মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের আন্তর্গত দস্তামাড়া গ্রামের বাবলু সেখ কিছু দিন আগে ঝাড়খন্ড রাজ্যের গুড্ডা এলাকায় ঠিকাদারের রাজমিস্ত্রির কাজ করতেন। গত ১৩ই জানুয়ারি সেখানকার স্থানীয় লেবারের সাথে টাকা লেনদেন নিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। স্থানীয় লেবারেরা টাকা না পেয়ে ঠিকাদার বাবলু শেখকে পিটাতে পিটাতে প্রায় দুই কিলোমিটার নিয়ে যাই। গুরুতর জখম হওয়ার পর তাকে ফেলে পালিয়ে যায় লেবাররা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে ঝাড়খণ্ডের হাসপাতালে ভর্তি করেন। পরে খবর দেওয়া হয় পরিবারের লোকজনদের, পরিবারের লোক তাকে ঝারখান্ড থেকে নিয়ে এসে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা করার পর অবস্থার অবনতি হলে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল কয়েকদিন ভর্তি থাকার পর ৩১শে জানুয়ারি মঙ্গলবার মৃত্যু হয় বাবলু শেখের। পরিবার সুত্রে জানাযায় মৃত ওই ব্যাক্তির তিনটি সন্তান রয়েছে, ও উপার্জনের একমাত্র নির্ভরশীল ছিলেন বাবলু শেখ। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা পরিবার জুড়ে।