Reported By: Masud Rana
YouTube Link:
ফের ভয়াবহ গঙ্গা ভাঙন মুর্শিদাবাদের সামসেরগঞ্জে। মঙ্গলবার সকাল থেকে গঙ্গা ভাঙনের কবলে সামসেরগঞ্জের বোগদাদনগর গ্রাম পঞ্চায়েতের প্রতাপগঞ্জ গ্রামে। ইতিমধ্যেই ভাঙনের গর্ভে তলিয়ে গিয়েছে কয়েকশো মিটার ছবি। কাকুরিয়া থেকে ধূলিয়ান যাবার রাস্তা তলিয়ে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। ভাঙনের আতঙ্কের এলাকাবাসীরা ব্যাপক আতঙ্কিত। বাড়িঘর ছেড়ে অন্যত্র পালানোর হিড়িক পড়েছে এলাকায়। এদিকে কাকুরিয়া থেকে বাইপাস হয়ে ধূলিয়ান যাবার অন্যতম রাস্তা তলিয়ে গেলো চরম সমস্যায় পড়বেন হাজার হাজার মানুষ। দুর্বিষহ অবস্থা তৈরি হবে প্রায় দশটি গ্রামের বাসিন্দারা। ভাঙন প্রতিরোধে স্থায়ী সমাধানের দাবিতে ফের একবার সরব হয়েছেন ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা।