Reported By : Masud Rana
২৪শে সেপ্টেম্বর, রবিবার, গোপন সূত্রে খবর পেয়ে ফের সাফল্য জলঙ্গি পুলিশের। রাজ্য সরকারের সবুজসাথী প্রকল্পের সাইকেল সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল জলঙ্গি থানার পুলিশ । জানাগেছে ডোমকল বিডিও অফিস থেকে বেশ কয়েকটি সবুজসাথী প্রকল্পের সাইকেল চুরি হয়ে যায়। আর সেই সাইকেল সহ চোর ধরা পড়ে জলঙ্গির ইনাতপুর এলাকায়। সেখানেই চুরির কারবারি চলছিল বলে জানা যায়। ধৃত ওই দুই ব্যক্তির নাম সাবাইদুল আনসারী এবং হাজিকুল আলম মন্ডল। সাবাইদুল আনসারীর বাড়ি ডোমকল থানার রমনা এতবারনগর। হাজিকুল আলম মন্ডলের বাড়ি জলঙ্গীর ইনাতপুরে বলে জানা গিয়েছে। ধৃত ওই দুই ব্যক্তিকে পুলিশি হেফাজত এর আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে। পর্যন্ত মোট 7 সাইকেল উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। পাশাপাশি গত শুক্রবার জলঙ্গি থানা পুলিশের হাতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হয়েছিল এক দুষ্কৃতী বলেও জানাগেছে।