ফের 2 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করলো বহরমপুর আদালত সুশান্ত চৌধুরীকে

ফের 2 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করলো বহরমপুর আদালত সুশান্ত চৌধুরীকে

REPORTED BY:- BINOY ROY

গত ২ রা মে বহরমপুরের গোরাবাজার সহিদ সূর্য সেন রোডের একটি জনবহুল গলিতে জনসম্মুখে সুতপা চৌধুরী নামের এক কলেজ ছাত্রীকে কুপিয়ে খুন করে সুশান্ত চৌধুরী নামের এক যুবক। ধৃত সুশান্ত চৌধুরীকে সেদিনি জঙ্গিপুর পুলিশ জেলার সমসেরগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ এবং ধৃত সুশান্ত চৌধুরীকে তেসরা মে বহরমপুর আদালতে 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে পেশ করলে মহামান্য আদালত সুশান্ত চৌধুরীকে 10 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করে। ধৃত সুশান্ত চৌধুরীর 10 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর শেষ হতে সুশান্তকে বৃহস্পতিবার 4 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বহরমুর আদালতের অপর্ণা চৌধুরীর এজলাসে পেশ করলে 2 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন। বিচার ব্যবস্থার উপর আস্থা রেখে বহরমপুর আদালতের সরকারি আইনজীবী দেবাশীষ গুপ্ত জানান ধৃত সুশান্ত ঠিক শাস্তি পাবে এবং এই সরকারের আমলে বিচার ব্যবস্থার উপর আস্থা রয়েছে সকলের।

Leave a Reply

error: Content is protected !!