Reported By:- Masud Rana
ডিম সবজি এবং জ্বালানির বকেয়া বিলের দাবিতে রাণীনগর সিডিপিও অফিসের সামনে বিক্ষোভ। বিক্ষোভ আইসিডিএস কর্মী এবং সহায়িকাদের। মঙ্গলবার বিকেলে ব্লক এলাকার সমস্ত আইসিডিএস মহিলারা এই বিক্ষোভ দেখান রাণীনগর এক সিডিপিও অফিসের সামনে। তাদের বকেয়া পরিশোধ না করলে এবং তাদের দাবি না মানলে বৃহত্তম আন্দোলনের পথে নামবে বলেও জানান তারা । এই প্রসঙ্গে সিডিপিও অফিসার বলেন , ফান্ডে টাকা নেই মূলত সেই কারণেই বাকি।