Reported By : News Desk
৪ ঠা ডিসেম্বর, রবিবার, বহরমপুর ঋত্বিক সদনে অনুষ্ঠিত হল বঙ্গীয় প্রাদেশিক ব্যাঙ্ক কর্মচারী সমিতির মুর্শিদাবাদ শাখার পঞ্চদশ সম্মেলন। রবিবার এই সম্মেলনে গোটা জেলার ব্যাঙ্কের কর্মচারীরা উপস্থিত ছিলেন। সেখানে ব্যাঙ্কের বেসরকারিকরণ, নিয়োগ হীনতা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়। ব্যাঙ্কগুলিকে মূলত করপোরেট প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হচ্ছে। এদিন সম্মেলনে তার প্রতিবাদ জানানো হয়। এছাড়াও কর্মচারী সমিতির সদস্যরা নানা সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রাখেন। তার মধ্যে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের তারা পড়াশোনার খরচ বহন করেন। এদিন সম্মেলনে দুই মেধাবীকে আর্থিক সাহায্য করা হয়।