'রেড ওয়াইন এন্টারটেনমেন্ট'-এর তরফে রবিবার সন্ধ্যায় আরো ১৯ জনের সাথে পুরস্কৃত করা হয় অনুপম হালদারকে।
মঞ্চে পুরস্কৃত হওয়ার পর স্বামীর এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত হলেন স্ত্রী তথা পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের অন্যতম যুগ্ম আয়োগ পাঞ্চালি মুন্সী।তিনি সংবাদমাধ্যমকে জানান "অনুপমকে আরো অনেক অনেক পথ এগোতে হবে।"