আর জি কর কাণ্ডের ঘটনা জেরে বিজেপির রাস্তা অবরোধকে কেন্দ্র করে ধুন্ধুমার বহরমপুর পুলিশের সঙ্গে বচসা বিজেপির কর্মীদের ।পুলিশের গাড়িতে উঠে প্রতিবাদ কর্মসূচি বিজেপির। অন্যদিকে তৃণমূলের সাংসদ আবু তাহের খানের গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মীরা। শুক্রবার দুপুরে আর জি কর কান্ডের ঘটনার প্রতিবাদ জানিয়ে বহরমপুরে গির্জার মোড়ে 34নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মীরা। প্রায় আধ ঘণ্টা ধরে চলে বিক্ষোভ কর্মসূচি। তারপরে পুলিশ অবরোধ তুলতে হলে পুলিশের সঙ্গে বচসা বাধে বিজেপি কর্মীদের। আর তখনই তৃণমূলের সংসদ আবু তাহের গাড়ি আটকে বিক্ষোভ দেখানো হয় এবং পুলিশের গাড়িতে উঠেও বিক্ষোভ দেখান বিজেপির কর্মীরা।