বড়ঞাতে বিষ খেয়ে আত্মহত্যা এক অবসরপ্রাপ্ত কর্মীর

বড়ঞাতে বিষ খেয়ে আত্মহত্যা এক অবসরপ্রাপ্ত কর্মীর

REPORTED BY :- BINOY  ROY

 

মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার অন্তর্গত সাটিতাড়া গ্রামের বাসিন্দা কাশিনাথ সেন। কাশিনাথ সেন সারা জীবন সে কান্দি মহকুমা ভূমি ও ভূমি সংরক্ষণ দপ্তরে কর্মরত ছিলেন। গত দুই বছর আগে গ্রুপ ডি পদ থেকে কাজ করার পর অবসর গ্রহণ করেন। অবসরকালীন এগারো লক্ষ টাকা পান তিনি। কিন্তু সেই টাকা কো-অপারেটিভ সোসাইটির মাধ্যমে সঞ্চিত করে রাখে। কিন্তু অভিযোগ সেই কো-অপারেটিভ মাধ্যমে সঞ্চিত করা রাখা হলেও সেই টাকা আত্মসাৎ করে দেওয়া হয়। কান্দি সাবডিভিশন্যাল ল্যান্ড এন্ড রিফর্মস এমপ্লয়িজ কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের মাধ্যমে তিনি সঞ্চিত রেখেছিলেন বলে দাবি। প্রায় ১১ লক্ষ টাকা রাখার পরেও সেই টাকা বর্তমানে সুদ সহ ফের চাইতে গেলে তা দেওয়া হয় নি বলে অভিযোগ। ফলে জিবনের সঞ্চিত অর্থ এই ভাবে চলে যাওয়ার জেরেই মানষিক অবসাদে গত ১৯শে এপ্রিল বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বেশ কিছু দিন ধরেই বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে সোমবার সকালে কাশিনাথ সেনের মৃত্যু হয়। বহরমপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। দেহ ময়না তদন্তের পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে ।ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে ।

Leave a Reply

error: Content is protected !!