বড়ঞার কুলি মোড়ে স্কুলের শিশুদের সঙ্গে হাত মেলালেন ছবি তুললেন রাহুল গান্ধী। ভারত জোড়ো ন্যায় যাত্রাতে ২০তম দিনে কান্দি থেকে যাত্রা শুরু করেন বীরভূম ও ঝাড়খণ্ডের দিকে। তখনই কুলি ঢোকার আগে একটি বেসরকারি স্কুলের ছাত্র ও ছাত্রীদের সঙ্গে তিনি কথা বলেন সৌজন্যে স্বাকাত করেন। ছবি তুলতে দেখা যায় রাহুল গাঁধী কে।