বহরমপুরের পঞ্চাননতলায় অবস্থিত মুর্শিদাবাদ জেলা পরিষদের অডিটোরিয়াম হলটি শনিবার দুপুরে ছিল আবেগময় একটি স্মরণ সভার সাক্ষী। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং কমরেড সীতারাম ইয়েচুরির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন বামফ্রন্টের উচ্চপদস্থ নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন সিপিএম কর্মীরা।
স্মরণ সভার সূচনা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, যিনি দুই নেতার প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুরু করেন। এদিন, মুর্শিদাবাদ জেলা সিপিএমের সম্পাদক জামির মোল্লা, প্রাক্তন সাংসদ প্রমথেশ মুখার্জী এবং অন্যান্য জেলা নেতারা বক্তৃতা করেন। বক্তাদের বক্তব্যে বুদ্ধদেব ভট্টাচার্যের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও সীতারাম ইয়েচুরির সংগ্রামী চরিত্রের ওপর আলোকপাত করা হয়।
স্মরণসভায় উপস্থিত নেতৃবৃন্দ বুদ্ধদেব এবং সীতারামের আদর্শকে সামনে রেখে আগামী দিনের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সভায় বলা হয়েছে, তাদের দেখানো পথ অনুসরণ করে দেশের সামনের চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে হবে।
এই স্মরণসভা শুধু দুই নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন নয়, বরং বামফ্রন্টের ভবিষ্যৎ পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ ধাপও।