বিদ্যুৎ অফিসের গাড়ি আটকে বিক্ষোভ এলাকাবাস ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ সাগরপাড়া থানার চক্রম্পসাদ মাধবপুর এলাকায়। দীর্ঘদিন ধরে এলাকায় থাকছেনা বিদুৎতের সমস্যা। ওই কারণেই আজ অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে বিদ্যুৎ অফিসের গাড়ী আটকে বিক্ষপ গ্রাম বাসীদের। জানাযায় একধিক সমস্যা সন্মুখিন হতে হয় চক্রম্প্রসাদ মাধবপুর এলাকার মানুষদের, যেমন দিনের পর দিন বিদ্যুৎ থাকেনা, মাসে মাসে টানেস্মিটার নষ্ট হয়ে যায়, এছাড়াও বৈদ্যুতিক তার দড়ি দিয়ে বাঁধা। মানুষের অভিযোগ যতক্ষণে এই সব সমস্যার সমাধান না হবে ততক্ষন বিক্ষোভ চলবে বলে জানাচ্ছেন এলাকার মানুষজন। তবে এই বিষয়ে জলঙ্গি ss বলেন পরবর্তীতে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান হয়ে গেছে, খুব শীঘ্রই আমরা লোড সেটিং টা দূর করব এলাকা থেকে।