বন্দুক ও গুলি সহ দুই ব্যক্তির আটক: রানিনগর পুলিশের অভিযান

বন্দুক ও গুলি সহ দুই ব্যক্তির আটক: রানিনগর পুলিশের অভিযান

Reported By Masud Rana

৩০ এপ্রিল ২০২৫ তারিখে রানিনগর পুলিশ স্টেশনের একটি টিম বামনাবাদ এলাকায় অভিযান চালায়। সেখান থেকে টুকটুক (ই-রিকশা) চালিত করে আসা দুই যুবককে আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন হলেন সাহাবুল ইসলাম (২৯), যিনি ধনিরামপুর এলাকার বাসিন্দা; অন্যজন হলেন বাবু স্ক, যিনি টিকটিকিপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশের তল্লাশি চালানোর সময় তাদের কাছ থেকে একটি ইম্প্রোভাইজড দেশীয় আগ্নেয়াস্ত্র (প্রায় ১২ ইঞ্চি দৈর্ঘ্যের) এবং দুই রাউন্ড জীবন্ত গুলি উদ্ধার করা হয়। এই ঘটনায় রানিনগর থানায় মামলা রুজু করা হয়েছে, যার নম্বর ২৫৭/২৫।

অভিযুক্তদের আগামীকাল আদালতে হাজির করা হবে এবং ৭ দিনের পুলিশ হেফাজতের জন্য আবেদন করা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় এই ধরনের তৎপরতা পুলিশের অঙ্গীকারকে আরও দৃঢ় করে। পুলিশ প্রশাসনের দাবি, তারা অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে।

Leave a Reply

error: Content is protected !!