Reported By: News Desk
YouTube Link:
বন্ধুকে গুলি করে খুনের ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত। শনিবার গভীর রাত্রে মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানা এলাকা থেকে বন্ধুকে খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয় অভিযুক্ত হাসিবুর শেখকে। উল্লেখ্য শনিবার সন্ধ্যায় বহরমপুর থানার ভাকুড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতর চুমরিগাছা ভাটাপাড়া এলাকায় বন্ধু মাইনুল শেখকে বাড়িতে ডেকে নিয়ে গুলি করে খুন করে হাসিবুর। ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে যায় হাসিবুর। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে ওই রাতেই সাগরপাড়া এলাকা থেকে অভিযুক্ত হাসিবুরকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত হাসিবুরকে আজ আদালতে তোলা হয়।