বন্ধুকে  রাখতে গিয়ে মৃত্যু হলো দুই বন্ধুর রাণীনগরে

বন্ধুকে রাখতে গিয়ে মৃত্যু হলো দুই বন্ধুর রাণীনগরে

Reported By:- MASUD RANA

গরুর ধাক্কায় মৃত 2 আহত 2 ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা রাতে মুর্শিদাবাদের রাণীনগর থানার বালিদিয়াড় মোড় এলাকায়। মৃত ব্যক্তিদের নাম রাজু সেখ ও মান্নান শেখ আহত আরো 2 এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
পরিবার সূত্রে জানা যায় শুক্রবার সন্ধ্যারাতে রাণীনগরের কাতলামারী থেকে সাগরপাড়ায় মোটর বাইকে করে বন্ধুকে রাখতে যাওয়ার পথে হঠাৎ করে
বালিদিয়াড় মোড় এলাকার
মাঝরাস্তায় গরু চলে আসে সরাসরি গরুর সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলে ছিটকে পড়ে তিনজন, তারপরেই অপর একজন মোটর বাইক নিয়ে ওই গরুকে ধাক্কা মারলে সেও ঘটনাস্থলে ছিটকে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানীনগর থানার পুলিশ স্থানীয়দের সহযোগিতায় তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে কতন পড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা রাজু সেখকে মৃত বলে ঘোষণা করে, বাকিদের বহরমপুর মেডিকেল কলেজ স্থানান্তরিত করা হলে রাস্তায় যাওয়ার পথে মৃত্যু হয় মান্নান শেখের। পরিবার সূত্রে জানা যায় মৃত মান্নান সেখের বাড়ি সাগরপাড়া থানার রামাকান্ত পুর এলাকায়, মৃত রাজু শেখর বাড়ি রাণীনগরের কাতলামারী এলাকায়।

Leave a Reply

error: Content is protected !!