নিজস্ব প্রতিভা, পরিশ্রম আর আপন দক্ষতায় এদিন উপস্থাপনায় ছিলেন মানব মুখোপাধ্যায়, সম্মানিত হলেন পরিচালক রাজকুমার দাস, বিশিষ্ট সাংবাদিক, লেখিকা, পরিচালক বেবি চক্রবর্তী সহ বেশ কিছু গুণীজন।
গতকাল শান্তিপুর পাবলিক লাইব্রেরির পূর্ণ সভাগৃহে পরিবেশনার ও নান্দনিক স্মারক গ্রহণের যে আনন্দঘন স্মৃতিচিত্র ফুটে উঠলো তা মনের মনিকোঠায় চির ভাস্বর হয়ে থাকবে।