বন্ধুত্বে- ভালোবাসায়- উষ্ণতায় বলয় তৈরি হয়েছিল নদিয়া সাহিত্য উৎসবে

বন্ধুত্বে- ভালোবাসায়- উষ্ণতায় বলয় তৈরি হয়েছিল নদিয়া সাহিত্য উৎসবে

Reported By : তুষার কান্তি খাঁ
২২ শে আগস্ট, মঙ্গলবার, নদীয়া জেলার শান্তিপুরে অবস্থিত শান্তিপুর পাবলিক লাইব্রেরীতে জেনারেশন অ্যাচিভার 9 to 90 s এর ব্যবস্থাপনায় নদীয়া সাহিত্য উৎসবের আয়োজন করা হয়। উক্ত এই সাহিত্য উৎসব উপলক্ষে শান্তিপুর পাবলিক লাইব্রেরীতে বসেছিল এক চাঁদের হাট। গান, কবিতার ডালি নিয়ে হাজির ছিলেন বেশ কিছু শিল্পী। শ্রাবণঘন গহন মোহে এই বর্ণময় উদযাপন ছিল চোখে চোখ রাখার মতো। এদিন বন্ধুত্বে- ভালোবাসায়- উষ্ণতায় এমন একটা বলয় তৈরি হয়েছিল যা প্রশংসার দাবি রাখে।

যাঁরা বেশিরভাগই দীর্ঘ বছর ধরে প্রতিভা আর পরিশ্রম দিয়ে আপন দক্ষতায় এ জগতে প্রতিষ্ঠিত হয়ে তাঁদের নিজস্ব আকাশটিকে ছুঁতে পেরেছে এমন কয়েকজনকে সম্মান দিতে পেরে আপ্লুত জেনারেশন অ্যাচিভার 9 to 90 s এর পরিচালন মন্ডলী।

নিজস্ব প্রতিভা, পরিশ্রম আর আপন দক্ষতায় এদিন উপস্থাপনায় ছিলেন মানব মুখোপাধ্যায়, সম্মানিত হলেন পরিচালক রাজকুমার দাস, বিশিষ্ট সাংবাদিক, লেখিকা, পরিচালক বেবি চক্রবর্তী সহ বেশ কিছু গুণীজন। গতকাল শান্তিপুর পাবলিক লাইব্রেরির পূর্ণ সভাগৃহে পরিবেশনার ও নান্দনিক স্মারক গ্রহণের যে আনন্দঘন স্মৃতিচিত্র ফুটে উঠলো তা মনের মনিকোঠায় চির ভাস্বর হয়ে থাকবে।

Leave a Reply

error: Content is protected !!