Reported By : Binay Roy
২৩ শে আগস্ট, বুধবার, বন্ধুপ্রকাশ খুনের রায়দান আজও স্থগিত রইল। বিশেষ কারনে আজ রায়দান বন্ধ রাখেন বিচারক। আগামীকাল বৃহস্পতিবার বিকেল চারটের পর রায়দান করা হবে বলে আদালত সূত্রে জানতে পারা গিয়েছে। বন্ধুপ্রকাশ পাল তাঁর অন্ত:সত্ত্বা স্ত্রী বিউটি পাল ও আট বছরের ছেলেকে খুনের ঘটনায় অভিযুক্ত উৎপল বেহারাকে আগেই দোসি সাব্যস্ত করেছেন বিচারক। মৃতের পরিবার অভিযুক্তের ফাঁসির সাজা দাবি করেছেন। এই রায়ের দিকেই তালিয়ে রয়েছেন মৃতের পরিবার সহ জেলাবাসী।