উদয়নারায়ণপুরের আর,জি, পার্টি - র পরিচালনায় শ্যামা মায়ের ৪১ তম বর্ষে " তরুণোদয় ফাউন্ডেশন " এর আয়োজনে মানবিক পরিষেবা শিবির অনুষ্ঠিত হল ন্যাশনাল মেডিক্যাল কলেজ ব্লাড ব্যাঙ্ক এর সহযোগিতায়। এই মানবিক পরিষেবার রক্তদান শিবিরে নয় জন গৃহবধূ সহ বিয়াল্লিশ জন রক্তদান করে মানবিকতার পরিচয় রাখলেন।রক্ত সৈনিকদের প্রত্যেককে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য ও অক্সিজেন এর ঘাটতি পূরণের জন্য একটি করে বৃক্ষ উপহার দেওয়া হয়। মানবিক পরিষেবার রক্তদান শিবিরে রক্ত সৈনিকদের উৎসাহিত করার জন্য উপস্থিত ছিলেন উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি লক্ষ্মীকান্ত দাস, তেষট্টি বছরে একশত এক বার রক্তদাতা সুনীল কুমার বেরা ও প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিভিন্ন দিনের অনুষ্ঠানসূচিতে ছিল নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত, তুষার পাঠক নির্দেশিত আর,জি, পার্টি - র নিবেদন হাসির নাটক " ভাড়াটে চাই " । ছিল যেমন খুশি সাজো, জিলিপি দৌড়,অক্ষর সাজানো, হাঁড়ি ভাঙা, পাখি উড়ে গরু ওরে না, মিউজিক্যাল বল,বোম ব্লাস্টিং,বাতি প্রজ্জ্বলন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেই সাথে অনাড়ম্বর ভাবে ভ্রাতৃদ্বিতীয়া পালিত হয়।