লালগোলা থানার নসীপুর দিয়ার এলাকায় পরিতক্ত বাড়িতে রাখা ছিল বোমা। সেখানে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে গুরুতর আহত দুই ছাত্র ছাত্রী তাঁদের নাম অর্ক মন্ডল ষষ্ঠ শ্রেণির ছাত্র, ও দিয়া মন্ডল তৃতীয় শ্রেণীর ছাত্রী । ঘটনা জেড়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকা জুড়ে। সাথে সাথে খবর দেওয়া হয় লালগোলা থানার পুলিশকে। পুলিশ ওই ছাত্রছাত্রীকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসে চিকিৎসার জন্য। যদিও জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে। কি কারনে রাখা ছিল বোমা তদন্ত শুরু করেছে লালগোলা থানা পুলিশ।