Skip to content
বরাহনগরে জলাভূমি রক্ষার জন্য পৌরসভাকে ডেপুটেশন-বিজ্ঞান মঞ্চের

বরাহনগরে জলাভূমি রক্ষার জন্য পৌরসভাকে ডেপুটেশন-বিজ্ঞান মঞ্চের

Reported By Manoj Das

বরাহনগর(২২/০৪/২০২৫)-  গতকাল বরাহনগরের ইউ বি কলোনি ও বিবেকানন্দ রোড সংযোগস্থলে জলাশয় অবিলম্বে পরিষ্কার করার দাবি নিয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বরাহনগরের অধ্যাপক প্রশান্ত চন্দ্র মোহরনাবিষ বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় এলাকার জনগণ প্লাস্টিক ও আবর্জনায় ভর্তি পুকুরগুলোর সংস্কারের দাবিতে সোচ্চার হন।

সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক পুলক চক্রবর্তী, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির সদস্য চিনময় শেখর সরকার এবং সিপিএমের দুই কাউন্সিলর সাথী দাস ও শিশির মুখার্জি। বক্তারা বলেন, “জলাভূমি জাতীয় সম্পদ এবং এগুলোর রক্ষণাবেক্ষণ আমাদের সকলের দায়িত্ব।”

সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে, পুকুরগুলো দীর্ঘদিন ধরে সংস্কার করা হচ্ছে না এবং বিভিন্ন অব্যবহৃত জিনিস ফেলে তাদের নষ্ট করা হচ্ছে। বক্তারা পৌরসভাকে জলাশয় রক্ষার লক্ষ্যে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান।

সভায় উপস্থিত জনগণ সংকল্পবদ্ধ হয়ে জলাভূমি রক্ষার আন্দোলনে শামিল হয় এবং পৌরপ্রধানসহ তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলরদের কাছে ডেপুটেশন দেওয়ার পরিকল্পনা গ্রহণ করে। তারা আশা প্রকাশ করেন যে, তাদের দাবি শীঘ্রই পূরণ হবে এবং বরাহনগরের জলাভূমিগুলো আবার মানুষের জন্য ব্যবহারযোগ্য হবে।

Leave a Reply

error: Content is protected !!