Skip to content
বর্ষাকালীন পেঁয়াজ বীজ ও ফল চারা বিতরণ বহরমপুর উদ্যান ভবনে

বর্ষাকালীন পেঁয়াজ বীজ ও ফল চারা বিতরণ বহরমপুর উদ্যান ভবনে

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ উদ্যান ভবনে রাজ্যের দুই মন্ত্রী সুব্রত সাহা ও আকরুজামানের উপস্থিতিতে কৃষক বন্ধুদের হাতে পেঁয়াজের বীজ ও ফল গাছের চারা তুলে দেওয়া হল মন্ত্রী সুব্রত সাহা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দেওয়ার পরে তিনি পেঁয়াজ চাষের উপর লক্ষ্য রাখতে বলেছেন সেইমতো আজ কৃষক বন্ধুদের হাতে তুলে দেয়া হলো তিনি আরো বলেন এক এক সময় পেঁয়াজ চাষ করে চাষিরা ভালো দাম পাননা তাই এই সময় পেঁয়াজের বীজ লাগালে যে সময় পেঁয়াজটা উঠবে তারা ভালো দাম পাবে এবং কম দামে মানুষ বাজারে পেঁয়াজ টা কিনতে পারবেন তাই সেইমতো আজকে কৃষক বন্ধুদের নিয়ে আলোচনা করা হলো উপস্থিত মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান ও অতিরিক্ত জেলা শাসক শুভাশিস বেজ।

Leave a Reply

error: Content is protected !!