Reported By : Binay Roy
১৮ ই আগস্ট, শুক্রবার, বর্ষায় গঙ্গার জলস্তর বাড়তেই ফের মুর্শিদাবাদের সামশেরগঞ্জে গঙ্গা ভাঙনের আতঙ্ক। বৃহস্পতিবার গভীর রাত থেকে গঙ্গা ভাঙনের কবলে পড়েছে সামশেরগঞ্জের মহেশটোলা ডিস্কোমোড় এলাকা। ভাঙনে ইতিমধ্যে নদী গর্ভে তলিয়ে গিয়েছে প্রায় দেড়শ মিটার এলাকা। তলিয়ে গিয়েছে প্রায় পাঁচটি গাছ, একটি শৌচালয় ও একটি বাড়ির বৈঠকখানা। ভাঙনের আতঙ্কে শুক্রবার সকাল থেকেই বাড়িঘর ছেড়ে অন্যত্র পালাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ঘটি বাটি সহ বাড়ির যাবতীয় আসবাবপত্র সরিয়ে নিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে পালাচ্ছেন ভাঙন কবলিত এলাকার মানুষ। বছরের পর বছর ধরে গঙ্গা ভাঙন চললেও স্থায়ী সমাধান না হওয়ায় ফের একবার ক্ষোভ প্রকাশ করেছেন আমজনতা। অবিলম্বে ভাঙন রোধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহনের দাবিতে সরব হয়েছেন সামসেরগঞ্জের ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা।