Skip to content
বেলঘড়িয়ার ৭৭তম দূর্গা উৎসবে মহাভারতের শ্রীকৃষ্ণ অবতারের প্রতিকৃতি

বেলঘড়িয়ার ৭৭তম দূর্গা উৎসবে মহাভারতের শ্রীকৃষ্ণ অবতারের প্রতিকৃতি

Reported By:- News Desk

শুরু হয়েছে বেলঘড়িয়া মানষবাগ সার্বজনীন দূর্গা উৎসবের ৭৭তম বর্ষ। পুজো কমিটি এই বছর উদযাপন উপলক্ষে একটি বিশেষ থিম নিয়ে এসেছে, যা মহাভারতের শ্রীকৃষ্ণ অবতারের ভাবনা তুলে ধরছে। শিল্পী কৌশিক ও ঝুলন মিহাতরী, যিনি বীরভূমের শান্তিনিকেতন থেকে এসেছেন, তাদের সৃষ্টিশীলতার মাধ্যমে মণ্ডপটি সাজানোর কাজে হাত দিয়েছেন। এ বছর মণ্ডপের নির্মাণে ব্যবহৃত হয়েছে সাইকেল এবং বাইকের বিভিন্ন উপকরণ, যেমন- সাইকেলের রিং, চেইন এবং প্লাইউড, যা পরিবেশবান্ধব উদ্যোগের প্রতীক। এই অভিনব পরিকল্পনা দর্শকদের মধ্যে নতুনত্ব আনবে বলে আশা প্রকাশ করেছেন উদ্যোক্তারা। আলোকসজ্জা প্রস্তুতির কাজ করছেন দাস ইলেকট্রিকের তিনজন আলোকশিল্পী, যারা মণ্ডপ এবং প্রতিমার আলোকসজ্জা নিয়ে কাজ করছেন। উদ্যোক্তারা আশা করছেন যে, গত বছরের তুলনায় এবারের অতিথিদের সংখ্যা অনেক গুণ বাড়বে। এদিকে, বৃষ্টির নিম্নচাপের মধ্যেও শিল্পীরা কাজ সম্পন্ন করতে সক্ষম হয়েছেন এবং এখন মণ্ডপের শেষ প্রস্তুতির কাজ চলছে। বেলঘড়িয়া মানষবাগের এবারের দূর্গা উৎসব সত্যিই একটি নতুন ভাবনার সঙ্গে উদযাপিত হতে চলেছে।

Leave a Reply

error: Content is protected !!