Reported By : Binay Roy
২৫ শে মে, বৃহস্পতিবার, ৩৪ নম্বর জাতীয় সড়কের বাইপাশ তৈরির সমস্ত কাজ চলছে দ্রুত গতিতে। ভাগীরথী নদীর পশ্চিম পাড়ে বাইপাশ তৈরির কাজ প্রায় শেষ। পূর্ব পাড়ের কাজ এখনও বাকি। পূর্ব পাড়ের বলরামপুরের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আজ দেখা করে তাদের সমস্যার কথা শুনলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আজ তিনি সেখানে যান এবং তাদের সমস্যা নিয়ে বাইপাশ তৈরির কাজ করা ঠিকাদার সংস্থার আধিকারিক দের সঙ্গে কথা বলেন। অধীরবাবু জানান, গত ৯৯ সাল থেকে এই বাইপাশ তৈরি করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছি। বিভিন্ন এলাকায় জমি সংক্রান্ত সমস্যা আলোচনা করে সমাধান করা হয়েছে। নতুন কিছু তৈরি হলে অভ্যস্ত জীবনে ছেদ পড়ে। এখানকার স্থানীয় বাসিন্দারা তাদের রাস্তা সংক্রান্ত সমস্যার কথা জানিয়েছিলেন। তাই সেই সমস্যার সমাধানে আলোচনা করতে এখানে আসা। কথা হয়েছে সমাধান হয়ে যাবে আশা করি।