বলিউডডের মতো জায়গাতেও চলছে বিদেশী গানের অনুকরণ

বলিউডডের মতো জায়গাতেও চলছে বিদেশী গানের অনুকরণ

Reported By:- News Desk

আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি পাঠান সিনেমা রিলিজের জন্য সেটা জানুয়ারি মাসে 2023 সালে 25 শে জানুয়ারি রিলিজ হচ্ছে কিন্তু খুব শিগগিরই সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ ইউটিউবে পাঠানোর একটি গান খুব চালচল্য কেড়েছে এবং সেটা প্রায় পাঠানের ৩ মিলিয়ন মানুষ সেটাকে ভিউ করেছে এত সুন্দর গান যেখানে দীপিকা দীপিকা পাদুকন এবং শাহরুখ খান সে গানটি কে উপস্থাপনা করেছেন কিন্তু এত বড় একটা প্রোডাকশন হাউজের যে গানটি চলছে সেই গানটি আদৌ কি আমাদের ভারতবর্ষের সৃষ্টি এবং এত বড় প্রোডাকশন হাউসের সৃষ্টি না আমরা এই বিষয় নিয়ে একটু বিশ্লেষণ করে দেখেছি এই গানটি কোন বিদেশী গানের অনুকরণ সেটা আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরব। তারা কোন গানের অনুকরণ করেছে সে গানটা আমরা শোনালাম আমরা শুনতে পেলাম এই গানটা যে মিউজিকটা হয়েছে সেটা স্লো কিন্তু বর্তমানে যে পাঠানের গানটা হয়েছে সেই গানটা একটু ফাস্ট এবং আরো কোনো বিশেষ ধরনের বাদ্যযন্ত্র সেখানে যুক্ত উপস্থাপন করা হয়েছে কিন্তু এত বড় একটা প্রোডাকশন হাউজ কেন কপি করবে বা এটা কি অনুকরণও বলা চলে |

Leave a Reply

error: Content is protected !!