Reported By : Masud Rana
২২ শে নভেম্বর, বুধবার, মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকে শঙ্করপুর হাউসনগরে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংলগ্ন এলাকায় বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত তিন শিশু। বুধবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকে শঙ্করপুর হাউসনগরে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংলগ্ন এলাকায়। স্থানীয় সুত্রে জানাযায়, তিন শিশু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবার নেওয়ার জন্য গিয়েছিল।আর সেখানে গিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংলগ্ন পুকুর থেকে পাওয়া একটি বোমাকে তারা বল ভেবে খেলতে থাকে। হঠাৎ করে সেই বোমা হাত থেকে পড়ে গিয়ে ফেটে যায় বলে জানাযায়। আর এরফলে জখম হয় তিন শিশু।এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি ওই তিন শিশুকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।ঘটনাস্থলে ছুটে যায় ফরাক্কা থানার পুলিস। কে বা কারা অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংলগ্ন এলাকায় বোমা রেখে ছিল তার তদন্ত করে দেখছে ফরাক্কা থানার পুলিশ।