Reported By:- Masud Rana
বল ভেবে হাতে তুলতেই ফেটে জখম দুই শিশু। আহত ওই দুই শিশুর নাম সায়ন মন্ডল বয়স ৮ বছর ও শাহরুখ শেখ বয়স ১১ বছর। তাদের দুজনের বাড়ি কুশাবাড়িয়া এলাকায়। ডোমকল থানার জুড়ানপুর অঞ্চলের কুশাবাড়িয়ায় M C একাডেমী নামে এক নার্সারি স্কুলের পাশে পড়েছিল দড়ি বোম, সেখানেই ওই দুই শিশু খেলা করতে করতে বল ভেবে হাতে তুলে নেয় ওই দড়ি বম। তারপরই ঘটে দুর্ঘটনা, বিকট আওয়াজ শুনতে পাই স্থানীয়রা, তারপরেই স্থানীয়রা গিয়ে দেখে জখম হয়ে পড়ে রয়েছে ওই দুই শিশু। তবে ওই বেসরকারি স্কুলের পাশে এই বোম কারা রেখেছিল তা এখনও পর্যন্ত জানা যায়নি।