Skip to content
বিশ্বকর্মা পুজোর শুভ উদ্বোধনে শ্রমিকদের পাশে অধীর বাবু

বিশ্বকর্মা পুজোর শুভ উদ্বোধনে শ্রমিকদের পাশে অধীর বাবু

Reported By:- Binoy Roy

মুর্শিদাবাদ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিশ্বকর্মা পুজোর শুভ উদ্বোধন মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার সময় অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানটি বহরমপুরের পঞ্চাননতলা এলাকায় অনুষ্ঠিত হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী নারকেল ফাটিয়ে এবং ফিতে কাটার মাধ্যমে পুজোর শুভ সূচনা করেন। এবারের কার্যক্রমে অধীর বাবু শুধু পুজোর উদ্বোধনই করেননি, বরং অনুষ্ঠানের শেষে অসহায় ও গরীব দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন। ফলে, শ্রমিক সমাজের মধ্যে এক নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রতি বছরেই আই এন টি ইউ সি দ্বারা অনুষ্ঠিত এই বিশ্বকর্মা পুজো এবারও ব্যাপক উৎসাহে পালিত হলো। উল্লেখ্য যে, বিশ্বকর্মা পুজো ভারতের বিভিন্ন অঞ্চলে শ্রমিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎসব, যা তাদের দক্ষতা ও কর্মশক্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করে। অধীর বাবুর এই উদ্যোগে এলাকার মানুষ ও শ্রমিকেরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

Leave a Reply

error: Content is protected !!