Little Art স্কুল খোড়িয়া ময়নাপুর,খোড়িয়া,উলুবেড়িয়া, হাওড়া,এর উপস্থিত ২ শতাধিক অভিভাবক ,ছাত্র - ছাত্রীদের মধ্যে নেশামুক্ত সমাজ গড়ার লক্ষে " ফিউচার ফর নেচার ফাউন্ডেশন " র উদ্যোগে সমাজের বিশিষ্ট গুণীজন ও সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গের সাথে সংগঠনের সম্পাদক শুভ্রদ্বীপ ঘোষ ও পরিবেশ শিক্ষক রাজদূত সামন্ত মহাশয় নিজেদের নেশামুক্ত জীবন যাপনের উদাহরণ কে সামনে রেখে , সুশীল সমাজের সকল মানুষের কাছে নেশামুক্ত সমাজ গড়ার আহ্বান জানিয়ে ও আসন্ন ফলহারিণী কালীপূজায় জেলার বাইরের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলার শিকারিদের বন্যপ্রাণ শিকার প্রতিহত করার অঙ্গীকার এর আহ্বান জানান এবং কোন মানুষ যদি এলাকার কোথাও বন্যপ্রাণ শিকার করতে দেখেন তাহলে সাথে সাথেই ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের ও বন বিভাগের হেল্প লাইন নাম্বারে অভিযোগ জানাতে আহ্বান জানান।ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগ কে সাধুবাদ জানিয়ে আজকের বিষয়ের উপর আলোকপাত করতে উপস্থিত ছিলেন - মানস বসু,বন ও ভূমি কর্মাধ্যক্ষ ,হাওড়া জেলা পরিষদ
প্রণব সামন্ত - কো -অর্ডিনেটর হাওড়া জেলা Bio Diversity board,
শুভ্রদীপ ঘোষ,সম্পাদক, "ফিউচার ফর নেচার ফাউন্ডেশন ",