বিশ্ব তামাক‌‌ মুক্ত দিবস উদযাপন ও বন্যপ্রাণ শিকার প্রতিহত করার সচেতনতা ‌শিবির ‌‌

বিশ্ব তামাক‌‌ মুক্ত দিবস উদযাপন ও বন্যপ্রাণ শিকার প্রতিহত করার সচেতনতা ‌শিবির ‌‌

Reported By:-  অভিজিৎ হাজরা, ‌‌ উলুবেড়িয়া, হাওড়া

‌‌Little Art স্কুল খোড়িয়া ময়নাপুর,খোড়িয়া,উলুবেড়িয়া, হাওড়া,এর উপস্থিত ২ শতাধিক অভিভাবক ,ছাত্র - ছাত্রীদের মধ্যে নেশামুক্ত সমাজ গড়ার লক্ষে " ফিউচার ফর নেচার ফাউন্ডেশন " র উদ্যোগে সমাজের বিশিষ্ট গুণীজন ও সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গের সাথে সংগঠনের সম্পাদক শুভ্রদ্বীপ ঘোষ ও পরিবেশ শিক্ষক রাজদূত সামন্ত মহাশয় নিজেদের নেশামুক্ত জীবন যাপনের উদাহরণ কে সামনে রেখে , সুশীল সমাজের সকল মানুষের কাছে নেশামুক্ত সমাজ গড়ার আহ্বান জানিয়ে ও আসন্ন ফলহারিণী কালীপূজায় জেলার বাইরের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলার শিকারিদের বন্যপ্রাণ শিকার প্রতিহত করার অঙ্গীকার এর আহ্বান জানান এবং কোন মানুষ যদি এলাকার কোথাও বন্যপ্রাণ শিকার করতে দেখেন তাহলে সাথে সাথেই ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের ও বন বিভাগের হেল্প লাইন নাম্বারে অভিযোগ জানাতে আহ্বান জানান।ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগ কে সাধুবাদ জানিয়ে আজকের বিষয়ের উপর আলোকপাত করতে উপস্থিত ছিলেন - মানস বসু,বন ও ভূমি কর্মাধ্যক্ষ ,হাওড়া জেলা পরিষদ প্রণব সামন্ত - কো -অর্ডিনেটর হাওড়া জেলা Bio Diversity board, শুভ্রদীপ ঘোষ,সম্পাদক, "ফিউচার ফর নেচার ফাউন্ডেশন ",

রাজদূত সামন্ত,পরিবেশ শিক্ষক, শিবানী মণ্ডল,প্রধান হাটগাছ ১ গ্ৰামপঞ্চায়েত,ডঃ অর্ণব দত্ত ইতিহাস গবেষক, মৌটুসী বীর অধ্যাপক - কবি ও বাচিক শিল্পী ও আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রগতিশীল ও ব্যতিক্রমী চিন্তা ধারায় শরিক হলেন " LITTLE ART স্কুলের কর্ণধার তন্ময় সাঁতরা। শুভ্রদীপ ঘোষ বলেন - "স্কুলের শুরুর সময় থেকেই ছাত্র ছাত্রী দের মধ্যে তামাক সেবনের প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল এর 100 মিটারের মধ্যে যাতে কোনরকমের তামাক যত দ্রব্য ক্রয় বিক্রয় না হয়,সেই বিষয়ে প্রশাসনের দৃঢ় পদক্ষেপ দাবী করছি তাতে খানিকটা হলেও ছাত্র ছাত্রী দের হাতে তামাক পৌঁছাবে না।"

Leave a Reply

error: Content is protected !!