গ্ৰামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার অন্তর্গত হাটগাছা, খোড়িয়া দক্ষিণপাড়া "লিটিল আর্ট " স্কুলের উদ্যোগে এবং বঙ্গভূমির সাহিত্য পত্রিকার সহযোগিতায় একটা বর্ণাঢ্য বসন্ত উৎসব, বাৎসরিক পরীক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন বাসুদেব মাইতি(জাতীয় যোগাসান প্রশিক্ষক ও বিচারক), সৌরভ হাজরা(বিশিষ্ট নৃত্য শিল্পী) অয়ন্তিকা দত্ত(নৃত্যলেখা নৃত্য গোষ্ঠী), রাজদূত সামন্ত(বারমংরাজ পুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সমাজসেবী), অভিজিৎ প্রামাণিক( কাঁঠালদহ বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক), দীপক কুমার মৃধা(বিশিষ্ট সাহিত্যিক, প্রাক্তন সমবায় আধিকারিক), ডঃ সর্বজিৎ যশ (বিশিষ্ট অধ্যাপক, বর্ধমান বিশ্ববিদ্যালয়), ডাক্তার সিরাজুল ইসলাম ঢালী(বিশিষ্ট কবি, গল্পকার, উপন্যাসিক ও সমাজসেবী), ডঃ গৌতম চক্রবর্তী (জাতীয় পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট চিত্রশিল্পী, অধ্যাপক), শুভ্রদীপ ঘোষ(বিশিষ্ট পরিবেশ কর্মী), কৃত্তিবাস পাত্র(বিশিষ্ট অঙ্কন শিক্ষক) প্রমুখ।অনুষ্ঠানটির পূর্ণাঙ্গ সঞ্চালনা করেন ডঃ অর্ণব দত্ত।
সুন্দর অনুষ্ঠানটি পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুভ সূচনা হল।লিটিল আর্ট স্কুলের বাৎসরিক পরীক্ষা, চিত্র ও হাতের কাজের প্রদর্শন('ক' থেকে 'চ' বিভাগ পর্যন্ত শিল্পীদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকার শিল্পীদের আকর্ষণীয় পুরস্কার ও শংসাপত্র প্রদান), প্রায় ২শতাধিক শিক্ষার্থীদের শংসাপত্র প্রদান, গুণীজনদের সংবর্ধনা সর্বপরি বসন্ত উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠানটি বর্ণময় হয়ে ওঠে। ডঃ গৌতম চক্রবর্তী যিনি বর্তমান রাষ্ট্রপতির Art Galary এর Curator হিসেবে দিল্লী এবং পুনেতে অসংখ্য মডেল ও চিত্র প্রদর্শন করেছেন ঠিক এমনি একটি কানভাসে লাইভ চিত্র অঙ্কন করেছেন। "লিটিল আর্ট" স্কুলের কর্ণধার-তম্ময় সাঁতরার উদ্যোগে আজকের এই বর্ণাঢ্য অনুষ্ঠানে ৪শতাধিক শিক্ষার্থী, অভিভাবক, সঙ্গীত শিল্পী, নৃত্য শিল্পীদের উপস্থিতি ও তাদের শিল্পশৈলি প্রদর্শনে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠে।বঙ্গভূমি সাহিত্য পত্রিকা লিটিল আর্ট স্কুলের কর্ণধারকে "বঙ্গভূমি শিল্প কলা সম্মান- ২০২৫" প্রদান করেন বঙ্গভূমি সাহিত্য পত্রিকার যুগ্ম সম্পাদকদ্বয় রাজদূত সামন্ত এবং অর্নব দত্ত । উপস্থিত অতিথিবৃন্দ ও উপস্থিত অভিভাবক - অভিভাবিকাবৃন্দ এবং উপস্থিত দর্শকবৃন্দরা তন্ময় সাঁতরা - এই উদ্যোগ কে প্রশংসা করে বলেন, ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে তারা তন্ময়ের পাশে থেকে তার এই প্রচেষ্টা কে চালিয়ে নিয়ে যেতে তারা প্রস্তুত।