বাসের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর জখম তিন যুবক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার ঘোষপাড়া এলাকায়। আহত তিন যুবকের নাম সিরাজুল মন্ডল, মমিন শেখ ও জাহিদুল শেখ। যদিও আহতদের এলাকার নাম এখনো অজানা। সূত্রের খবর হেলমেট বিহীন একই বাইকেই ছিলেন ওই তিন যুবক।
জানাযায় এদিন বাইকে করে ইসলামপুরের উদ্দেশ্যে আসছিল তিন যুবক, সে-মতো অবস্থায় ইসলামপুর থেকে বহরমপুর যাওয়া একটি যাত্রী বোঝাই বাসের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়, ঘটনাই গুরুতর জখম হয় ওই তিন যুবক, স্থানীয়রা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে নিয়ে আসে ইসলামপুর গ্রামীন হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে। ঘটনার খবর দেওয়া হয় দৌলতাবাদ থানার পুলিশকে, তারা এসে ঘাতক বাসটিকে আটক করে নিয়ে যায় থানায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ওই এলাকায়।