হাওড়া জেলার সাঁকরাইল থানার রাজগঞ্জ হাট এলাকার জনপ্রিয় মাসিক পত্রিকা " মনিকর্নী আখ্যান " এর আয়োজনে, ভারতের 77 তম স্বাধীনতা দিবস উপলক্ষে সড়াম্বরে আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় প্রতিযোগীদের উপস্থিতি ছিল প্রশংসনীয়।পত্রিকার উদ্যোগে সারা বছর ধরে ভারতের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের অনুষ্টান হয়ে থাকে বলে জানান শুভাকাঙ্ক্ষী শুভঙ্কর মুখার্জি। আগামী ১৫ ই আগস্ট সফল প্রতিযোগিদের ও অংশগ্রহণকারীদের বিশেষ পুরস্কার দেওয়া হবে বলে জানান পত্রিকার সম্পাদক জুলাই দাস মুখার্জি। কচিকাঁচাদের মধ্যে ভারতের স্বাধিনতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। নৈতিক চরিত্র সম্পর্কে ধারণা দেওয়া হয়।