রাজ্য উত্তাল ধর্ষণ বিরোধী আন্দোলনে।অন্যদিকে প্রতিবেশী বাংলাদেশে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সংখ্যালঘুদের প্রতি অত্যাচার, মন্দির ভেঙে ফেলবার মত ঘটনার উত্তাপ,শঙ্কা ছড়াচ্ছে রাজ্যবাসীর মনেও।এরই মধ্যে মুর্শিদাবাদের বহরমপুরের হাতিনগর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে কিছু পাকিস্তানি পোস্টার।সূত্র অনুযায়ী শুক্রবার ওই এলাকার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু পোস্টার যেখানে হুমকি রয়েছে হিন্দু মেয়েদের ধর্ষণের।শুধু তাই নয় মুর্শিদাবাদের সমস্ত মন্দির ভেঙে ফেলার কথাও বলা হয়েছে ওই উদ্ধার হওয়া পোস্টারে।
বহরমপুরের বিজেপির বিধায়ক শ্রী সুব্রত মৈত্র বলেন তার জীবদ্দশায় বহরমপুরের এই রূপ তিনি দেখেননি।তিনি শঙ্কা প্রকাশ করেছেন এই পোস্টার আতঙ্কে ওই এলাকার হিন্দু বাবা মায়েরা ছাত্রীদের পড়াশোনার জন্য বা কাজের জন্য হয়তো বাইরে পাঠাতে পারবেন না।এই পরিস্থিতির প্রভাব বাড়তে থাকলে কেন্দ্রীয় শাসনের প্রয়োজন বলেও তিনি জানান।তিনি সবাইকে সজাগ থাকার, নিজেদের শক্তি বাড়ানোর আহ্বান জানান এবং প্রশাসনকে অনুরোধ করেন দোষীদের খুঁজে শাস্তি প্রদানের জন্য।