সাধারণ মানুষের কাজের দাবিতে ও কেন্দ্রীয় সরকারের ২০২৪ এর বাজেট এর বিরোধিতা করে আজ বহরমপুরে ডি ওয়াই এফ আই এর পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল আয়োজন করা হয়। সেখান থেকে মিছিলটি বহরমপুরে বিভিন্ন রাস্তা ঘুরে মোহনা বাস স্ট্যান্ডের সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুষ পুতুল দাহনের করার মধ্য দিয়ে আন্দোলন শেষ করা হয়। এ আন্দোলনের মূল বক্তা রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি বলেন বিজেপি সরকারের ভুল বাজেট পরিবেশন পেষ এর পাশাপাশি সাধারণ মানুষের কাজের তাগিদেই আজকের এই আন্দোলন। এই আন্দোলন চলবে রাস্তাঘাটে থেমে থাকবে না তারা।