বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকদের আন্দোলন

বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকদের আন্দোলন

Reported By Binoy Roy

বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকদের আন্দোলন চলাকালীন রীতিমতো উত্তেজনা ছড়ালো রবিবার সন্ধ্যায়। একদিকে যখন আন্দোলন থেকে চিকিৎসকদের পক্ষ থেকে স্লোগান তোলা হয়- আর জি কর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসকের খুনের ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে। অন্যদিকে তখন হাসপাতাল চত্তরে উপস্থিত রোগীর আত্মীয়পরিজনরা হঠাৎই উত্তেজিত হয়ে ওঠে। তাদের অভিযোগ- এই মুহুর্তে হাসপাতালে ভর্তি থাকা রোগীরা কোনো রকমই পরিষেবা পাচ্ছেনা চিকিৎসকদের এই আন্দোলনের কারণে। স্বাভাবিকভাবে এই ঘটনাকে ঘিরে সাময়িক ভাবে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্তরে।

Leave a Reply

error: Content is protected !!