বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকদের আন্দোলন চলাকালীন রীতিমতো উত্তেজনা ছড়ালো রবিবার সন্ধ্যায়। একদিকে যখন আন্দোলন থেকে চিকিৎসকদের পক্ষ থেকে স্লোগান তোলা হয়- আর জি কর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসকের খুনের ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে। অন্যদিকে তখন হাসপাতাল চত্তরে উপস্থিত রোগীর আত্মীয়পরিজনরা হঠাৎই উত্তেজিত হয়ে ওঠে। তাদের অভিযোগ- এই মুহুর্তে হাসপাতালে ভর্তি থাকা রোগীরা কোনো রকমই পরিষেবা পাচ্ছেনা চিকিৎসকদের এই আন্দোলনের কারণে। স্বাভাবিকভাবে এই ঘটনাকে ঘিরে সাময়িক ভাবে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্তরে।