Reported By:- Binoy Roy
বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার পুলিশ একটি গোপন সূত্রের মাধ্যমে খবর পায় যে, ইউনূস শেখ (৫৫) নামের এক ব্যক্তি মসুরডাঙ্গা এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে আসছেন। পুলিশের তৎক্ষণাত অভিযানে ইউনূস শেখকে পাকড়াও করা হয়, যার বাড়ি বহরমপুর থানার নগড়াজাল এলাকায়।পুলিশের তদন্তে জানা গেছে যে, ইউনূস শেখ ওই এলাকায় একটি আগ্নেয়াস্ত্র এবং একটি তাজা কার্তুজ নিয়ে আসছিলেন যা স্থানীয় একজন ব্যক্তির কাছে বিক্রি করার উদ্দেশ্যে ছিল। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের হানা দেয়ার ফলে তাকে ধরা সম্ভব হয়।গ্রেফতারির পর ইউনূস শেখকে শুক্রবার বহরমপুর জেলা আদালতে পেশ করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে এবং পুলিশ সাত দিনের পুলিশি হেফাজতের জন্য আবেদন করেছে।এছাড়া, পুলিশ ইতিমধ্যেই ইউনূস শেখের মাধ্যমে পুরো অস্ত্র পাচারচক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই অভিযান স্থানীয় জনগণের মধ্যে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি পুলিশের কার্যক্রমের প্রতি আস্থা আরো দৃঢ় করেছে।