Skip to content
বহরমপুরের প্রাচীনতম জগন্নাথ মন্দিরও সেজে উঠেছে আজ রথযাত্রা উপলক্ষে

বহরমপুরের প্রাচীনতম জগন্নাথ মন্দিরও সেজে উঠেছে আজ রথযাত্রা উপলক্ষে

Reported By Binoy Roy

বিভিন্ন জায়গার পাশাপাশি ঐতিহাসিক শহর বহরমপুরের প্রাচীনতম জগন্নাথ মন্দিরও সেজে উঠেছে আজ রথযাত্রা উপলক্ষে। বিগত প্রায় ৩০০ বছর ধরে চিরাচরিত প্রথা মেনেই এখানে এই রথযাত্রার আয়োজন করা হয়ে থাকে। বহরমপুর শহরের নতুন বাজার সংলগ্ন জগন্নাথ দেবের মন্দিরে আজ সকাল থেকে ভক্তদের ভীড় চোখে পড়ছে উল্লেখযোগ্য ভাবে। আজ সকালে প্রথমত জগন্নাথ দেবের গঙ্গা স্নানের মধ্য দিয়ে পুজো অর্চনা শুরু হয়। এরপর দেব বিগ্রহ অধিষ্ঠিত সুসজ্জিত রথ খাগড়া তথা সারা শহর পরিক্রমা করে পুনরায় ফিরে আসে এই মন্দিরে। বলা বাহুল্য- জগন্নাথ দেবের এই রথযাত্রায় সামিল হতে তথা রথের দড়িতে টান দিতে উপচে পড়ে ভক্তদের ভীড়। নাম কীর্তন সহযোগে, জগন্নাথ দেবের জয়জয়কারে সকাল থেকে মুখরিত হয়ে ওঠে ওই এলাকা। এছাড়া দিনভর মন্দির চত্তরে চলে পুজো অর্চনা, প্রসাদ বিতরণ, নাম সংকীর্তন সহ বহুবিধ অনুষ্ঠান।

Leave a Reply

error: Content is protected !!