বহরমপুরের বানজেটিয়ার একটি লজ থেকে উদ্ধার ব্যবসায়ীর মৃতদেহ। মৃতের নাম মহম্মদ মোকাদ্দেস আলী। বয়স ৫২ বছর। তার বাড়ি বেলডাঙ্গার মহ্যমপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে , বছর দুয়েক থেকে বানজেটিয়ার এই লজটি ভাড়া নিয়েছিলেন তিনি। লজ মালিকের দাবি , ৩ হাজার টাকা করে ভাড়া দিয়ে থাকতেন। তবে এই লজে স্থায়ী সময় থাকতেন না মোকাদ্দেস আলি। সম্প্রতি ৫ দিন আগে এই লজে এসেছিলেন তিনি । গাড়ির টায়ারের ব্যবসা করতেন মুকাদ্দেস । দিন দুয়েক থেকে লজের দরজা বন্ধ ছিল ভেতর থেকে। আজ সকালে দুর্গন্ধ ছড়ায়। এর পরেই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে। বিছানায় মশারি টাঙানো ছিল। তার মধ্যেই মুকাদ্দাসের নগ্ন মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।
পরিবারের দাবি , ব্যবসার কারণে ওই ব্যক্তি কিছু ঋণ করেছিলেন। তবে তার শারীরিক অসুস্থতাও ছিল । কি কারণে তার মৃত্যু হল, খতিয়ে দেখছে পুলিশ।