Reported by Binoy Roy
বহরমপুর - বহরমপুরের রাজনীতির মঞ্চে নিজেকে ইয়ং ক্যাপ্টেন বলে ব্যাখ্যা করলেন বহরমপুর লোকসভার তৃণমূল প্রার্থী এইসব পাঠান শুক্রবার বিকেলে বহরমপুর দলীয় তৃণমূল কার্যালয়ে লোকসভার বিভিন্ন নেতৃত্ব সঙ্গে পরিচয় পর্ব ছাড়েন এইসব পাঠান। অনুষ্ঠান শেষে ইউসুফ বলেন, তিনি বহরমপুরে লড়াই করতে আসেননি এসেছেন মানুষের কাজ করার জন্য বহরমপুরের ছবি তিনি পাল্টাতে চান। ইউসুফ বলেন, ফিটনেস বজায় রেখেছেন, যুবসমাজ যাতে ফিটনেস বজায় রাখে সেদিকে লক্ষ্য তার। ইউসুফ বলেন, ইয়াং ক্যাপ্টেনদের চুপ থাকতে হয় কেননা সিনিয়র ক্যাপ্টেনরা যেটা বলেন সেটাই করতে হয় ইয়াং ক্যাপ্টেনদের। বহরমপুর লোকসভায় তিনি ইয়ং ক্যাপ্টেন হলেও সব কিছু করতে প্রস্তুত। অন্যদিকে ইউসুফ পাঠানের ওই পরিচয় পর্ব অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলেন, ইউসুফ পাঠান কে গতকাল থেকে ছোট ভাইয়ের মতন দেখছেন। জীবন বাজি রেখে তিনি লড়াই করবেন লোকসভা ভোটে বলে জানান হুমায়ুন কবীর।