বহরমপুরের DLRO অফিসে ডেপুটেশন প্রদন কর্মসূচিতে বিশৃঙ্খলা

বহরমপুরের DLRO অফিসে ডেপুটেশন প্রদন কর্মসূচিতে বিশৃঙ্খলা

Reported By : Binay Roy

৭ ই জুন, বুধবার, বহরমপুরের DLRO অফিসে ডেপুটেশন প্রদন কর্মসূচিতে বিশৃঙ্খলা। একাধিক দাবি নিয়ে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে বাম কৃষক সংগঠনের পক্ষ থেকে একটি ডেপুটেশন প্রদান কর্মসূচির ডাক দেয়া হয়েছিল বুধবার। এদিন বহরমপুরের জেলা সিপিআইএম পার্টি অফিস থেকে পদযাত্রা করে বাম কৃষক সংগঠনের নেতৃত্ব এবং কর্মীরা বহরমপুরের DLRO অফিসে পৌঁছই ডেপুটেশন প্রদান করবার জন্য। বহরমপুরের DLRO অফিসে বাম কৃষক সংগঠনের মিছিল কে প্রবেশ না করতে দেবার জন্য পুলিশের পক্ষ থেকে গেট বন্ধ করে দেয়া হলে বাম কৃষক সংগঠনের নেতৃত্ব এবং কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয় DLRO অফিসের সামনে। পরবর্তীকালে বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় উত্তেজনা শহরজুড়ে।

Leave a Reply

error: Content is protected !!