বহরমপুরে অবৈধ চোলাই মদের ভাটি ভেঙে ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করল অবগাড়ি দপ্তর। বুধবার বহরমপুর অবগাড়ি দপ্তরের অফিসার বিশ্বজিৎ মন্ডল জানিয়েছেন, তারা গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুর থানার কাঠালিয়া এলাকায় অবৈধ চোলাই মদের ভাটিতে হানা দেয়। সেখান থেকে উদ্ধার হয় প্রায় ৮০-৯০ লিটার চোলাই মদ ও ৬০০ - ৭০০ টাকার চোলাই মদ তৈরীর কাঁচা মাল ও চোলাই মদ তৈরীর সরঞ্জাম। ঘটনাস্থল থেকে বিনয় দলুই, বাপন দলুই ও সন্তোষ দলুই নামে ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ১৪ দিনের হেফাজত চেয়ে ধৃতদের বুধবার বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয়।