Reported By : Binay Roy
৯ ই সেপ্টেম্বর, শনিবার, বহরমপুরে আইনি পরিষেবা প্রদান নিয়ে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। বিশেষ লোক আদালতে উপভোক্রারা কি আইনি পরিষেবা পেতে পারে সেই লক্ষ্যে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হত। বহু কেস দীর্ঘদিন ধরে অমিমাংসিতভাবে পড়ে রয়েচগে। সেই বিচার অরক্রিয়া দ্রুত নিস্পত্তির জন্যই এই উদ্যোগ। উপ ভোক্তাদের আলোচনার মাধ্যমে বিস্তারির জানানো হয়। বিচারক, আইনজীবীদের সঙ্গে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্রের এক ঝাক তারকা সহ জেলাশাষক রাজর্ষি মিত্র, পুলিশ সুপার এবং বহরমপুর জেলা আদালতের বিচারক থেকে আইনজীবী সকলে।