REPORTED BY:- BINOY ROY
শুক্রবার রমজান মাসের ২১ তম দিনে জেলা পুলিশ সুপার কে. সবরী রাজকুমারের আয়োজনে ইফতার পার্টি করা হল। উক্ত অনুষ্ঠানটি করা হয় পুলিশ প্যারেড মাঠে৷ বহু কর্মরত পুলিশ তাদের পরিবার, সরকারী কর্মীরা উপস্থিত হন এই অনুষ্ঠানে। আজান পড়ার পর সকলে আহার গ্রহন করেন তারপর সময় মোতাবেক নামাজ পড়েন সকলে।