বহরমপুরে ঐতিহাসিক ঐতিহ্য বহনকারী গাছের বিশালাকার ডাল ভেঙে ক্ষতিগ্রস্ত হল মঙ্গল তীর্থ বিশ্রামাগার

বহরমপুরে ঐতিহাসিক ঐতিহ্য বহনকারী গাছের বিশালাকার ডাল ভেঙে ক্ষতিগ্রস্ত হল মঙ্গল তীর্থ বিশ্রামাগার

Reported By:- Binoy Roy

বহরমপুরে সিপাহী বিদ্রোহ বিজড়িত ব্যারাক স্কোয়ার ময়দান সংলগ্ন এলাকার ঘটনা। যদিও শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই ময়দানকে ঘিরে রয়েছে- একদিকে জেলা পুলিশসুপারে দপ্তর, মুর্শিদাবাদ জেলা প্রশাসনিক ভবন ও জেলা তথ্য সংস্কৃতি দপ্তর। অন্যদিকে রয়েছে জেলা শাসকের ভবন, জেলা গ্রন্থাগার সহ একাধিক সরকারি দপ্তর। তবু শুধুমাত্র দেখভালের অভাবে এই ধরনের দুর্ঘটনা প্রায়শই ঘটছে এই এলাকায়। কারণ- ইতিহাস বিজড়িত এই ব্যারাক স্কোয়ার ময়দানের চারপাশে এখনও রয়েছে সেই আমলের অর্থাৎ প্রায় ৪০০ বছর আগের বহু গাছ। ফলে বয়সের ভারে ইতিমধ্যেই বেশকিছু গাছের ডাল ভেঙে ঘটেছে দুর্ঘটনা। শুধুমাত্র দেখভালের অভাবে এই ধরনের দুর্ঘটনা ঘটছে প্রায়শই বলে অভিযোগ স্থানীয় বাসিন্দা সহ বহরমপুর শহরবাসীর। আজ শুক্রবার সকালেও একই ঘটনা নজরে পড়ে স্থানীয়দের। এদিন ভোর রাতে প্রথমত পথ চলতি মানুষের নজরে পড়ে বিষয়টি। একটি সুবিশাল গাছের ডাল ভেঙে পড়ে দুমড়ে গিয়েছে মঙ্গল তীর্থ নামে ওই বিশ্রামাগার। যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। তবে রাতের অন্ধকারে না হয়ে যদি দিনের আলোতে ঘটতো এই দুর্ঘটনা তাহলে প্রাণহানির মতো ঘটনা ঘটতেই পারতো ঐতিহাসিক এই শহরের প্রাণকেন্দ্রে। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে ইতিমধ্যে মেরামতের কাজ শুরু করা হয়েছে জেলা প্রশাসন ও বহরমপুর পৌরসভার যৌথ উদ্যোগে।

Leave a Reply

error: Content is protected !!